thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

ডেঙ্গু রোগীরা আগে সুস্থ হোক, চিকিৎসা বিল আমি দেখব: মাশরাফি

২০১৯ আগস্ট ০৮ ১৭:২১:৩৮
ডেঙ্গু রোগীরা আগে সুস্থ হোক, চিকিৎসা বিল আমি দেখব: মাশরাফি

নড়াইল প্রতিনিধি: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। ভাইরাসজনিত এ রোগের কারণে শঙ্কা বাড়ছে মানুষের মনে। মহামারি আকার ধারণ করা ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার সুব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বৃহস্পতিবার নড়াইল সদর হাসপাতাল পরিদর্শন করেছেন নড়াইল-২ (নড়াইল-লোহাগড়া) আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। এদিন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখে ডেঙ্গু আক্রান্ত রোগীদের খোঁজখবর নেন তিনি।

ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার সুব্যবস্থা করার আশ্বাস দিয়ে মাশরাফি বলেন, ওষুধ ও চিকিৎসার বিল নিয়ে চিন্তা করবেন না কেউ। এসব বিষয় পরে ভেবে দেখব আমি। আপনাদের এসব নিয়ে চিন্তা করতে হবে না। আগে আপনারা সুস্থ হোন, তারপর যা হওয়ার হবে। ডেঙ্গু রোগীরা সুস্থ হওয়ার পর হাসপাতালের বিল নিয়ে চিন্তা করব আমরা।

এদিন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দিয়ে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে জাতীয় সংসদের এ সদস্য বলেন, দেশে ডেঙ্গু নিয়ে সংকট চলছে। হাসপাতালের অকেজো যন্ত্রপাতিগুলো দ্রুত ঠিক করেন, মানুষের জীবন বাঁচান। যেকোনো মূল্যে ডেঙ্গু আক্রান্ত রোগীদের বাঁচাতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব। এর আগে ডেঙ্গু পরীক্ষায় ২০০ কিটস দেয়া হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে মাশরাফি বলেন, দ্রুত সময়ের মধ্যে হাসপাতালের শিশু ওয়ার্ডসহ যেসব ওয়ার্ডে বিকল যন্ত্রপাতি রয়েছে সেগুলো সচল করেন। পাশাপাশি যেসব ওয়ার্ডে যন্ত্রপাতি নেই সেসব যন্ত্রপাতি সরবরাহ করেন।

নড়াইলের জেলা প্রশাসক আঞ্জুমান আরার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. আসাদ উজ জামান মুন্সি, সদর হাসপাতালের তত্ত্বাধায়ক ডা. শাকুর।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ০৮, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর