thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

বিশ্বকাপ বাছাই: রুমানা-সালমাদের প্রতিপক্ষ যারা

২০১৯ আগস্ট ০৮ ১৭:৩১:০২
বিশ্বকাপ বাছাই: রুমানা-সালমাদের প্রতিপক্ষ যারা

দ্য রিপোর্ট প্রতিবেদক: মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ‘এ’ গ্রুপে থাকা বাছাই-ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্বাগতিক স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডকে।

‘বি’ গ্রুপের চার দল- আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও নেদারল্যান্ডস। আইসিসির কার্যক্রম থেকে সাময়িক নিষেধাজ্ঞা পাওয়া জিম্বাবুয়ে অংশ নিতে পারছে না এ আসরে। তাদের জায়গায় সুযোগ পাচ্ছে নামিবিয়া।

আগামী ৩১ আগস্ট স্কটল্যান্ডের ফর্ফারশায়ার ক্রিকেট ক্লাব মাঠে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নামিবিয়া। ৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে আট দলের এ আসর। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ২০২০ সালের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ায় বসতে যাওয়া মূল বিশ্বকাপে অংশ নেবে।

র‌্যাঙ্কিংয়ের সেরা আট দল সরাসরি খেলবে বিশ্বকাপ। দশ দলের আসর ২১ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ মার্চ পর্যন্ত চলবে অস্ট্রেলিয়ার ছয়টি শহরের আট ভেন্যুতে।

গত বছর ওয়েস্ট ইন্ডিজে হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলার সুযোগ পায় বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে। রানার্সআপ হয় আয়ারল্যান্ড। এবারও দুটি দলকে ডিঙিয়ে পেরোতে হবে বাছাইপর্বের বাধা।

বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেয়ার আগে নেদারল্যান্ডস সফরে যাবে বাংলাদেশের মেয়েরা। সেখানে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্পে স্কটিশ ও থাই মেয়েদের বিপক্ষে চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম টাইগ্রেস।

স্কটল্যান্ডে গিয়ে আইসিসির অধীনে থাইল্যান্ডের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবেন সালমা-রুমানারা। তারপর অংশ নেবে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে।

সামনের মিশনের জন্য বৃহস্পতিবার মিরপুরে ক্যাম্প শুরু করেছে টিম টাইগ্রেস। ফিটনেস টেস্টের পর ঘোষণা করা হবে চূড়ান্ত স্কোয়াড। ১৫ আগস্ট নেদারল্যান্ডসের উদ্দেশে রওনা হবে দল।

মিরপুরে প্রথম দফায় মেয়েদের অনুশীলন চলবে ঈদুল আজহার আগের দিন পর্যন্ত। ঈদের একটি দিন ছুটি পেলেও পরেরদিন থেকে ফের শুরু হবে ক্যাম্প। ক্রিকেটাররা তাই পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন না এবার!

বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই দল গড়ছে বাংলাদেশ। মেয়েদের ক্রিকেট দেখভালের দায়িত্বে থাকা নাজমুল আবেদীন ফাহিম বললেন, ‘ওখানে শক্তিশালী দল বলতে আয়ারল্যান্ড আছে। গতবারও এটা আমরা খেললাম হল্যান্ডে। সেখানে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমার ধারণা গতবারের তুলনায় এবার আমাদের দল আরও শক্তিশালী। দুটি দল যেহেতু এখানে কোয়ালিফাই করবে, আমাদের এখানে আশা করা উচিত যে আমরা ভালো করব।’

কয়েকদিন আগেই বাংলাদেশের ইমার্জিং নারী ক্রিকেট দল সাউথ আফ্রিকা সফর করে ফিরেছেন। ওয়ানডে সিরিজ জিতলেও টি-টুয়েন্টি সিরিজ হারতে হয়েছে মেয়েদের। তবে নতুন কয়েকজন ক্রিকেটারের পারফরম্যান্স ছিল আশাজাগানিয়া। নাজমুল আবেদীন জানালেন, নতুনদের এক-দুজনকে এবারই দেখা যেতে পারে জাতীয় দলে।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ০৮, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর