thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

২০১৯ আগস্ট ১০ ১০:২৭:৩২
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন।

শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাকুড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের বিলু মুন্সির ছেলে থ্রি-হুইলারচালক বাবু মুন্সি (৩৫) এবং একই গ্রামের নুরু মুন্সির ছেলে শহিদুল মুন্সি (৩৪)।

গোপালগঞ্জ সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান, রাস্তার ওপর দুমড়ে-মুচড়ে পড়ে ছিল থ্রি-হুইলার।

রাত রাত হওয়ায় দুর্ঘটনাটি কীভাবে হয়েছে তা কেউ বলতে পারেনি। সড়কে ওই থ্রি-হুইলারটি পড়ে থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে দেখা দেয় যানজট।

এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়। এরপর দুর্ঘটনাস্থল থেকে শহিদুল মুন্সির লাশ উদ্ধার করে এবং বাবু মুন্সিকে মারাত্নক আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ১০, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর