thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

ছক্কায় ড্রেসিংরুমের কাঁচ ভাঙলেন শোয়েব মালিক

২০১৯ আগস্ট ১০ ১৩:৩৭:১০
ছক্কায় ড্রেসিংরুমের কাঁচ ভাঙলেন শোয়েব মালিক

দ্য রিপোর্ট ডেস্ক: পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক ছক্কা হাঁকিয়ে ড্রেসিংরুমের কাঁচই ভেঙে দিলেন।

বৃহস্পতিবার কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে অসাধারণ এক ছক্কা হাঁকিয়ে কাঁচ ভেঙে ফেলেন ভাঙ্কুভার নাইটসের হয়ে খেলা পাকিস্তানের এ সাবেক অধিনায়ক।

ইংল্যান্ড বিশ্বকাপ শেষে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শোয়েব মালিক।

গত বৃহস্পতিবারই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন তিনি। এদিনই গ্লোবাল টি টোয়েন্টি টুর্নামেন্টে ব্যাট হাতে বিশাল ছক্কা হাঁকিয়ে ড্রেসিংরুমের কাঁচ ভাঙলেন শোয়েব মালিক।

বৃহস্পতিবার কানাডার ব্রাম্পটনে সিএএ সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৮৬ রানে ৩ উইকেট হারায় ভাঙ্কুভার নাইটস। এরপর ব্যাটিংয়ে রীতিমতো তাণ্ডব চালান শোয়েব মালিক ও আন্দ্রে রাসেল।

মাত্র ২৬ বলে তিন ছক্কা ও চারটি চারের সাহায্যে ৪৬ রান করেন শোয়েব মালিক। ইনিংসের ১৩ ও ১৪তম ওভারে পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ ও নিউজিল্যান্ড স্পিনার ইশ সোধিকে দুটি বিশাল ছক্কা মারেন শোয়েব। দুটি ছক্কায় কানাডার সিএএ সেন্টোরের জানালার দু’টি গ্লাস ভেঙে দেন তিনি।

প্রথম ছয়টি আসে ওয়াহাব রিয়াজের ওভারে। আর দ্বিতীয় ছক্কাটি হাঁকান ইশ সোধির বলে ৬৮ মিটার লম্বা। দুই ছক্কায় দুটি কাঁচ ভেঙ ফেলেন পাকিস্তানের এ তারকা ব্যাটসম্যান।

শোয়েব মালিকের মতো ব্যাটিংয়ে ঝড় তোলেন আন্দ্রে রাসেল। ২১ বলে ৪৩ রান করেন ক্যারিবীয় এ ব্যাটিং দানব। এছাড়া ২২ বলে ৪০ রান করেন ওপেনার তবিস বিস। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৬ ওভারে ৪ উইকেটে ১৭০ রান করে ভাঙ্কুভার নাইটস।

টার্গেট তাড়া করতে নেমে কানাডার মুসলিম ক্রিকেটার সাদ বিন জাফরের গতির মুখে পড়ে ১৩.৪ ওভারে ১০৩ রানে অলআউট হয় ব্রাম্পটন উলভস। দলের ব্যাটিং বির্যয়ের দিনে একাই লড়াই করেন অধিনায়ক নিউজিল্যান্ডের ক্রিকেটার কলিন মুনরো। তিনি ২৫ বলে ৬টি ছক্কা ও পাঁচটি চারের সাহায্যে ৬২ রান করেন।

এছাড়া উলভসের কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে পারেনননি। ভাঙ্কুভার নাইটসের হয়ে ৪ ওভারে ২২ রানে ৪ উইকেট শিকার করেন সাদ বিন জাফর। এছাড়া ড্যানিয়েল সেমস ২.৪ ওভারে ২৯ রানে শিকার করেন ৩ উইকেট।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডিএল মেথডে ৭৭ রানের বিশাল ব্যবধানে জয় পায় শোয়েব মালিকের নেতৃত্বাধীন ভাঙ্কুভার নাইটস।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ১০, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর