thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

তিনটি কবিতা ।। পদ্মনাভ অধিকারী

২০১৯ আগস্ট ১১ ১৫:৫২:৩৫
তিনটি কবিতা ।। পদ্মনাভ অধিকারী

ফিরে না দেখেই যাব ফিরে

অনেক কাছ থেকে দেখেছ নানানভাবে
অনেক কিছু তবে, আজ দূরে বসে
আড় চোখে দেখে, স্মৃতি রোমন্থন ছাড়া
আর কিই বা করবে, মগজে-মননে নাড়াচাড়া-

নিজেকে নিজেই প্রশ্ন কর, কি করেছিলে
কি করছ, কিই বা থেকে গেছে বাকি!
এমন বিরূপ প্রতিবেশে, নিজের গায়ে
নিজেই চালাবে চাবুক, ভেবে ভেবে
বাকি কালটা কাটাবে-ভাবুক হয়ে;
না ন্যাড়া হবে ছিঁড়েছিঁড়ে নিজের মাথার চুল;
না কি শুধরে নেবে জীবনের যত ভুল-

আর এসেছি যখন, ফিরে তো যাবই সেই ঘরে।
তবে, স্মৃতির কাঠিটাকে দু’ আঙ্গুলে ধরে,
নেড়ে চেড়ে কিছু বুঝলে কি বুঝলে না;
তা ফিরে না দেখেই যাব ফিরে-

রুধেদিই

এখন দারুণ ক্রান্তিকাল।

হাতে সোনার নৌকা
দুঃসময়ের পথ-বাদল দিন।
এ পূণ্যভূমিতে শ্বাপদ-শ্বেত ইঁদুরের
খুব বাড়বাড়ন্ত, ভেঙে পড়তে পারে-অবকাঠামো?!

যতটা মনের আশঙ্কা-দূরাতীত স্বঅধিনতা!
এখন কী স্বগতোক্তির ম্যাজিক সকাল???

প্রতিভা এখানে এখন অন্যরকম,
সব দেব সাদৃশ হলুদ জোছনার মুখগুলো...।

সজাগ পা ফেলে ফেলে এগোতে হবে
স্ব অধিনতার শক্তিতে, তা না হ’লে
হারাতেও পারি রক্ত দিয়ে অর্জিত
এ শ্যামল ভূমির কুমকুম টিপ পতাকাটাও...।
তাই এসো, আর একবার দেশ মা’র
স্বতন্ত্রতা রক্ষার জন্যে
বিজিতের বজ্রমুষ্টি উচিয়ে ধরি
দুর্বার শক্তিতে, রুধেদিই এ মানচিত্র লিপ্সুদের।

শুধু একবার

আমি তোমার নগরে এসেছি পথিকের মতো
শুধু একবার সাক্ষাতের সুযোগ দাও।

আমার বাড়ি কোথায়
আমার ঠিকানা কোথায়,
সকাল অবধি তোমাকে ছেড়ে
আমাকে কোথায় যেতে হবে!
ভাববার জন্যে এক রাতের সুযোগ দাও।

আমার চোখেই লুকিয়ে রেখেছি আলোর জোনাক
আমি আমার জাগ্রত স্বপ্নগুলো- অশ্রু সাজিয়ে রেখেছি চোখের পাতায়
সে অশ্রু বর্ষণের সুযোগ দাও।

আজকের রাত, আমার ভালোবাসার বেদনা শোনো
আমার কাঁপা ঠোঁটের অভিযোগের অভিব্যক্তি শোনো
আজকের ইচ্ছে ও তার বিবরণের সুযোগ দাও।

ভুলে যাবেই যদি- তবে প্রতিজ্ঞা করেছিলে কেনো?
অকৃতজ্ঞ- তুমি আমাকে ভালোই বা বেসেছিলে কেনো?
শুধু দু’চারটে প্রশ্ন করবার সুযোগ দাও।

আমি তোমার নগরে এসেছি পথিকের মতো
শুধু একবার সাক্ষাতের সুযোগ দাও।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ১১,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

সাহিত্য এর সর্বশেষ খবর

সাহিত্য - এর সব খবর