thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

অনুমতি ছাড়া ঢাকার আকাশে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

২০১৯ আগস্ট ১৩ ১৮:৪৮:১৪
অনুমতি ছাড়া ঢাকার আকাশে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক: যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া রাজধানী ঢাকার আকাশে ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) ওবায়দুর রহমান শামীম বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কতিপয় ব্যক্তি বা গোষ্ঠী বিনোদনের জন্য বা ছবি ধারণের জন্য বা অজ্ঞাত কারণে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিভিন্ন ধরনের ড্রোন উড্ডয়ন করে থাকেন। যে কোনও ধরনের ড্রোন উড্ডয়নের জন্য অনুমতি দেওয়ার বিষয়টি সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের এখতিয়ারভুক্ত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ। এছাড়া, অননুমোদিত ড্রোন ওড়ানো জননিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করাসহ জনমনে ভীতির সঞ্চার করতে পারে। এজন্য জননিরাপত্তা অক্ষুণ্ন রাখার লক্ষ্যে ঢাকা মহানগরীতে অননুমোদিতভাবে ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হলো। কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ড্রোন না ওড়ানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

ডিএমপির একজন কর্মকর্তা জানান, আগস্ট মাসকে কেন্দ্র করে সরকারবিরোধী বিভিন্ন গোষ্ঠী এবং জঙ্গি সংগঠনগুলোও অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে, এমন গোয়েন্দা তথ্য রয়েছে। এজন্যই বাড়তি সতর্কতার জন্য ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ১৩, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর