thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

নারায়ণগঞ্জে সড়কের ওপর ট্রেন বিকল, যান চলাচল বন্ধ

২০১৯ আগস্ট ১৫ ১৬:৫২:২১
নারায়ণগঞ্জে সড়কের ওপর ট্রেন বিকল, যান চলাচল বন্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় লেভেল ক্রসিংয়ে ট্রেন বিকল হয়ে পড়ায় দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চাষাঢ়ায় ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়কের লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

চাষাঢ়া রেল স্টেশন মাস্টার আমেনা আক্তার জানান, ১২টা ২০ মিনিটে কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেন দুপুর ১টা ৭ মিনিটে চাষাঢ়া স্টেশন ত্যাগ করে কেন্দ্রীয় স্টেশনে যাওয়ার পথে ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়কের লেভেল ক্রসিংয়ে বিকল হয়ে পড়ে। ওই সময়ে ট্রেনের দুই পাশে বেরিয়ার ফেলা ছিল।

ট্রেন বিকল হওয়ায় ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প ইঞ্জিন আসলেই দ্রুত ট্রেন চলাচল শুরু হবে বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ১৫, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর