thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

২০১৯ আগস্ট ১৬ ১০:৫৪:৪৭
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

দ্য রিপোর্ট ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৪টার দিকে রাজধানী রিয়াদের সোলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার বরুড়া উপজেলার ইয়াসিন মিয়া এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ইয়াসিন আলী। তারা দুজনই একটি কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন।

জানা গেছে, কাজ শেষে গাড়িতে করে হতাহতরা বাসায় ফিরছিলেন। তাদের বহনকারী গাড়িটি সোলাই এলাকায় পৌঁছলে একটি লড়ির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

নিহতদের লাশ বর্তমানে রিয়াদের সেমুসী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ১৬, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর