thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

বরগুনার মেয়রের ছেলে ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার

২০১৯ আগস্ট ১৭ ১০:৪০:০৩
বরগুনার মেয়রের ছেলে ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর গুলিস্তান এলাকা থেকে বরগুনার পৌর মেয়রের ছেলে আল মামুন (৩৫)কে একশ’ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে সহ তিন সহযোগীকে আটক করা হয়।

পল্টন থানার ওসি মাহমুদুল হক বলেন, 'দুপুরে গুলিস্তান এলাকা থেকে চার যুবককে একশ’ পিস ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে আসেন এসআই জাহাঙ্গীর হোসেন। আটককৃতদের মধ্যে একজনের বাবা বরগুনা পৌরসভার মেয়র। তবে এ ব্যাপারে এখনও কোন মামলা হয়নি।

পল্টন থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, 'দুপুরে গুলিস্তান এলাকায় টহল ডিউটির সময় এক যুবককে সন্দেহ করে তিনি তল্লাশি করেন। এ সময় আরও তিন যুবক এসে ওই যুবককে তল্লাশি থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। পরে ওই যুবকের প্যান্টের পকেট থেকে পলিথিনের একটি ছোট প্যাকেট উদ্ধার হয়। প্যাকেটের মধ্যে গোলাপী রঙের একশ’ পিস ট্যাবলেট রয়েছে। আটককৃত যুবকরা জানিয়েছে সেগুলো ইয়াবা। এরপরই তাদেরকে আটক করে পল্টন থানায় নেওয়া হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ১৭, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর