thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রণ করছে: ফখরুল

২০১৯ আগস্ট ১৮ ০১:১৭:২৫
সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রণ করছে: ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঈদের আগে বেগম খালেদা জিয়ার জামিন না হওয়ায় বিএনপির ধারণা স্পষ্ট হয়েছে যে, বিচার ব্যবস্থা স্বাভাবিকভাবে ও স্বাধীনভাবে কাজ করছে না। সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রণ করছে। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে শনিবার সন্ধ্যায় স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, আইনি প্রক্রিয়ায় তার ন্যায়বিচার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ অবস্থা চলতে পারে না। আমরা বেগম জিয়ার মুক্তি ও তার স্বাস্থ্যগত বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে যথোপযুক্তভাবে ব্যবস্থা করবো।

তিনি বলেন, সরকার সুপরিকল্পিতভাবে চামড়াশিল্পকে ধ্বংস করতেই এই সংকট তৈরি করেছে। এটা সরকারের ব্যর্থতা।সরকারের উদাসীনতায় ডেঙ্গু ইস্যুতে প্রশাসন ব্যর্থ হয়েছে।

যথাসময়ে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য কোনো ওষুধ আনতে না পারারও কড়া সমালোচনা করেন ফখরুল।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ১৭,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর