thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

সন্ত্রাসীদের গুলিতে রাঙ্গামাটিতে সেনাসদস্য নিহত

২০১৯ আগস্ট ১৮ ২২:০১:৪৬
সন্ত্রাসীদের গুলিতে রাঙ্গামাটিতে সেনাসদস্য নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের গুলিতে মো. নাসিম (১৯) নামের একজন সেনাসদস্য নিহত হয়েছেন। রোববার রাজস্থলী সেনা ক্যাম্পের দক্ষিণে পোয়াইতুমুখ নামক এলাকায় এই ঘটনা ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বোরবার দুপুর ১টায় রাজস্থলী সেনা ক্যাম্প থেকে ৪ কি. মি. দক্ষিণে পোয়াইতুমুখ নামক এলাকায় সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দলের উপর সন্ত্রাসীরা অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। এতে সৈনিক নাসিম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

‘তাকে দ্রুত হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।’

আইএসপিআর আরো জানায়, বর্তমানে ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে। পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ১৮,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর