thereport24.com
ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি 25, ১৯ মাঘ ১৪৩১,  ২ শাবান 1446

ইসরায়েলের হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

২০১৯ আগস্ট ১৮ ২২:২০:৪৭
ইসরায়েলের হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : গাজা উপত্যকার উত্তরে ইসরায়েলের সৈন্যদের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া ট্যাংক ও হেলিকপ্টার থেকে দখলদার বাহিনীর গুলিবর্ষণে অনেক ফিলিস্তিনি আহত হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থ এএফপি জানিয়েছে, রোববার গাজা উপত্যকার উত্তর দিকের সীমানা ঘেঁষে ফিলিস্তিনিদের ওপর গুলি চালায় ইসরায়েল।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও এই হামলার কথা স্বীকার করেছে। তাদের দাবি, গাজা সীমান্তে সশস্ত্র ফিলিস্তিনিদের উপস্থিতি লক্ষ্য করেই তারা গুলি চালিয়েছে।

এর আগে গত শনিবার গাজায় রকেট হামলা চালায় ইসরায়েল। গাজা থেকে ইসরায়েলের ভেতরে তিনটি রকেট নিক্ষেপ হয়েছে অভিযোগ করে এ হামলা চালায় তারা।

তবে এসব হামলায় ইসরায়েলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দেশটি।

ফিলিস্তিনি ভূখণ্ডে নিজের অবৈধ উপস্থিতি বজায় রাখার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রামী ফিলিস্তিনিদের এভাবে হত্যা করে আসছে দখলদার ইসরায়েলি বাহিনী।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ১৮,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর