thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

কোটচাঁদপুরে বগি লাইনচ্যুত: খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

২০১৯ আগস্ট ১৮ ২২:৩৭:১৪
কোটচাঁদপুরে বগি লাইনচ্যুত: খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

কোটচাঁদপুর প্রতিনিধি : রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি রোববার সন্ধায় ঝিনাইদহের কোটচাঁদপুরে লাইনচ্যুত হয়েছে। ফলে খুলনা থেকে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

কোটচাঁদপুর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কাউসার মাহমুদ জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ ট্রেনটি কোটচাঁদপুর স্টেশন থেকে মাত্র ১ কিলোমিটার পথ যাওয়ার পর কলেজ রেলগেটের কাছে সন্ধ্যা সাতটার দিকে ট্রেনটির পেছনের একটা বগি’র চারটি চাকা লাইনচ্যুত হয়।

তিনি বলেন, ট্রেনটির গতি একেবারেই কম থাকায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। এখন খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আগামী ৬-৭ ঘণ্টার মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ১৮,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর