thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

কোহলিদের ওপর হামলা হতে পারে!

২০১৯ আগস্ট ১৯ ১৩:৫৬:৪৬
কোহলিদের ওপর হামলা হতে পারে!

দ্য রিপোর্ট ডেস্ক: টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত।

বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল যখন খেলায় ব্যস্ত, ঠিক তখনই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে একটি মেইল বার্তা এসেছে। সেখানে বলা হয়েছে ক্যারিবীয় সফরে ভারতীয় দলের ওপর হামলা হতে পারে।

বিষয়টি জানার পরও পাকিস্তান ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অবহিত করেছে।

এ ব্যাপারে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় স্পোর্টসভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকট্রেকার।

আর এমন এক সময় এই হামলার আশঙ্কা করা হচ্ছে যখন কাশ্মীর সংকট নিয়ে পরমাণুশক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ১৯, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর