thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

মসজিদে ইমামের গলাকাটা লাশ উদ্ধার

২০১৯ আগস্ট ২২ ১০:৩১:০৫
মসজিদে ইমামের গলাকাটা লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি মসজিদ থেকে দিদারুল ইসলাম (২৬) নামে এক ইমামের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে উপজেলার মল্লিকেরপাড়া এলাকায় জামে মসজিদের বারান্দা থেকে ওই ইমামের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দিদারুল ইসলামের বাড়ি খুলনার তেরখাদা উপজেলায়।

স্থানীয় জিয়াউদ্দিন নামে এক মুসল্লি জানান, ভোরে ফজরের আজান না দেয়ায় এলাকার মুসল্লিরা মসজিদে খোঁজ করতে গিয়ে ইমামের গলাকাটা মরদেহ বারান্দায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

জিয়াউদ্দিন বলেন, ঈদের ছুটিতে তিনি বাড়ি গিয়েছিলেন। মঙ্গলবার মসজিদে কাজে যোগ দেয়ার একদিন পরেই এ ঘটনা ঘটল।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, খবর পেয়ে ওই ইমামের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট , ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর