thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

৬০ হাজার প্রায়  ডেঙ্গু আক্রান্ত

২০১৯ আগস্ট ২৩ ০৮:৫৯:১৭
৬০ হাজার প্রায়  ডেঙ্গু আক্রান্ত

দ্য রিপোর্ট প্রতিবেক : এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৫৯ হাজার ৫৯২ জন। জানুয়ারি থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতালগুলো থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ৫৩ হাজার ৩৯৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৪৭ জন। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরও ১ হাজার ৫৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা শহরে ভর্তি হয়েছেন ৭৬১ জন।

সারা দেশের হাসপাতালগুলোতে এখনও ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৬ হাজার ১৪৭ জন। এর মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৩ হাজার ৩৩২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে আরও জানা যায়, এখন পর্যন্ত সারা দেশে ৯৪ জন ডাক্তার ও ১৩০ জন নার্স সহ মোট ৩০০ জন স্বাস্থ্যকর্মী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সবচেয়ে বেশি স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। তারমধ্যে ডাক্তার আছেন ২৫ জন, নার্স আছেন ২২ জন, অন্যান্য স্টাফ ১৫ জন সহ মোট ৬২ জন স্বাস্থ্যকর্মী ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ২৩,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর