thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

 সাতক্ষীরার শীর্ষ মাদক ব্যবসায়ী ‘গোলাগুলিতে’ নিহত

২০১৯ আগস্ট ২৩ ১১:৪১:৩৮
 সাতক্ষীরার শীর্ষ মাদক ব্যবসায়ী ‘গোলাগুলিতে’ নিহত

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদরের বাঁকাল এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী মুনসুর শেখের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক পাওয়া গেছে।

নিহত মাদক ব্যবসায়ী মুনসুর শেখ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মৃত হামিদ শেখের ছেলে।

সাতক্ষীরা সদর থানা পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান জানান, সদরের বাঁকাল এলাকার আব্দুস সবুরের ঘেরের মধ্যে ভোরে মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। সকালে ঘেরের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়।

তিনি বলেন, পরে উদ্ধারকৃত মরদেহের পরিচয় নিশ্চিত হলে জানা যায় তিনি জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী মুনসুর শেখ। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। মুনসুরের বিরুদ্ধে থানায় ১৪টি মাদক মামলা রয়েছে বলে জানান ওসি।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ২৩,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর