thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

ভুটানকে উড়িয়ে সাফ শুরু বাংলাদেশের

২০১৯ আগস্ট ২৩ ২১:৪৫:২৩
ভুটানকে উড়িয়ে সাফ শুরু বাংলাদেশের

দ্য রিপোর্ট ডেস্ক : বড় জয় দিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ভুটানকে ৫-২ গোলে হারিয়েছে লাল-সবুজের অনূর্ধ্ব-১৫ কিশোররা।

ভারতের কল্যাণীতে খেলা শুরুর ১৫ মিনিটেই ভুটানের জাল খুঁজে নেয় বাংলাদেশ। থ্রো থেকে হেডে দলকে এগিয়ে দেন আল-মিরাদ। দুই মিনিট পরই অবশ্য সমতায় ফেরে ভুটান।

ম্যাচের ২১ মিনিটের মাথায় আবারও এগিয়ে যায় বাংলাদেশ। প্রতিপক্ষের বক্সে জটলার সুযোগে বল কেড়ে দলকে এগিয়ে দেন আল-আমিন রহমান।

পরে ৩২ মিনিটে আবারও সমতা ফেরায় ভুটান। তবে বিরতির ঠিক আগে শুভ সরকারে গোল হাসি ফেরায় বাংলাদেশের মুখে।

শেষদিকে ম্যাচের ৮৩ মিনিটে লাল-সবুজদের ব্যবধান বাড়ান আল-মিরাদ। তার দ্বিতীয় গোলে প্রথম ম্যাচে জয়ের ভিত শক্ত হয়।

আর অতিরিক্ত সময়ের একদম শেষভাগে ডি-বক্সের বাইরে থেকে ইমন বাবু ফ্রি-কিকে গোল করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

আগামী রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ২৩,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর