thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

জাপানে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

২০১৩ নভেম্বর ১০ ১১:১৩:০৫
জাপানে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

দিরিপোর্ট২৪ ডেস্ক : জাপানের পূর্বাঞ্চলে ৫.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

স্থানীয় সময় সকাল সাতটা ৩৭ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা। এর উৎপত্তিস্থল ছিল রাজধানী থেকে উত্তরে ইবারাকি অঞ্চলে ভূ-পৃষ্টের ৫৯ কিলোমিটার গভীরে।

৩০ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্প রাজধানী টোকিওতেও অনুভূত হয়। ভূমিকম্পের প্রভাবে ফুকুশিমা পারমাণবিক প্রকল্পও কেঁপে ওঠে। তবে সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে।

ভূমিকম্পের কারণে দেশটির দ্রুতগতি-সম্পন্ন ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, ২০১১ সালে দেশটিতে ৯ মাত্রার ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে ১৮ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। ফুকুশিমা পারমাণবিক প্রকল্পের শীতলীকরণ ব্যবস্থা নষ্ট হয়ে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই ছিল দেশটিতে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়। সূত্র: এএফপি

(দিরিপোর্ট২৪/কেএন/এইচএসএম/নভেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর