thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

অমিতাভ রেজার রিকশা গার্লের পোস্টার প্রকাশ

২০১৯ আগস্ট ২৫ ১৭:০২:১৬
অমিতাভ রেজার রিকশা গার্লের পোস্টার প্রকাশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: ‘আয়নাবাজি’ সিনেমা দিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক ঘটে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর। সেই ছবিটি ব্যবসায়িক সাফল্য লাভ করতে সক্ষম হয়। চঞ্চল চৌধুরী ও নাবিলা জুটির অভিনয় মুগ্ধ করেছিলো অমিতাভের নির্মাণের মুন্সিয়ানায়।

এরপর পরই তিনি ঘোষণা দেন নতুন সিনেমা ‘রিক্সা গার্ল’র। ছবিটির শুটিং শেষ হয়েছে। চলছে মুক্তি দেয়ার পূর্ব প্রস্তুতি। এরইমধ্যে প্রকাশ হলো এর প্রথম পোস্টার।

রঙিন ক্যানভাসে যেন দুরন্ত এক কিশোরীর মুখ। শ্যাম বর্ণের সেই মুখে আর চোখে যেন না বলা অনেক গল্প। মায়াবী মুখটায় ভেসে আছে এক রিকশা কণ্যার উপাখ্যান। আর এমন একটি চরিত্র ও গল্প নিয়ে অমিতাভ রেজার চলচিত্র রিকশা গার্লের রঙিন পোস্টার উন্মোচিত হলো।

পোস্টারটি দর্শকমনে উৎসাহের সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলেছে কৌতুহলেরও ঝড়।

আর্ন্তজাতিক মানের এই সিনেমাটি প্রযোজনা করেছেন এরিক জেমস্ এডামস। যৌথভাবে নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন ফরিদুর রেজা সাগর এবং জিয়াউদ্দিন আদিল। এর চিত্রনাট্য করেছেন নাসিফ ফারুক আমিন এবং শর্বরী জোহরা আহমেদ।

গত চার মাস ধরে পাবনা, গাজীপুরসহ ঢাকার বিভিন্ন লোকেশনে ‘রিকশা গার্ল’ ছবির শুটিং অনুষ্ঠিত হয়। এর মধ্যে গাজীপুরের বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে দেশের প্রথম কোনো সিনেমায় শতাধিক বস্তিঘরের সেট তৈরি করা হয়। যা এরই মধ্যে আলোড়ন তুলেছে সিনেমা পাড়ায়।

রিকশা গার্ল নির্মিত হচ্ছে মিতালি পার্কিন্সের বেস্টসেলার বই রিকশা গার্ল অবলম্বনে।

রিকশা কন্যা নাইমার চরিত্রে এখানে অভিনয় করছেন নভেরা রহমান। রিকশাচালক পিতার বড় মেয়ে দূরন্ত কিশোরী নাইমা। মফস্বলে বেড়ে ওঠা স্বাধীনচেতা নাইমার জীবন তার রং তুলির মতই বর্ণিল।

নাইমা আলপনা এঁকে যা উপার্জন করেন, তা প্রয়োজনের তুলনায় খুবই কম। অভাবের ভেতর দিয়ে চলতে থাকা পরিবারটির দূর্দশা শেষ হয় না এই আয়ে। তবে জীবনের হরেক রকমের রং মিলেমিশে নাইমার তুলির আঁচড়ে আঁকা হয় সুন্দর সুন্দর সব আলপনা।

একদিন চোখ ভরা স্বপ্ন নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে সে। নাইমার জীবনে আসে নতুন নতুন সব বাঁক। বাঁকে বাঁকে নতুন নতুন সব অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে সাহসী পথচলা শুরু হয় এক রিকশাকন্যার।

সিনেমার পোস্টার সম্পর্কে পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘রিকশা গার্ল’ চলচ্চিত্রটি এমনভাবে নির্মাণের চেষ্টা করেছ, যেন আর্ন্তজাতিক অঙ্গনে এই প্রযোজনা বাংলাদেশের নামকে উজ্জ্বল করতে পারে। চলচ্চিত্রে থাকবে একটি চরিত্রের অজানা পথে সাহসী পথচলার গল্প।’

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ২৫,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর