thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

বলিউডে তাদের আগ্রহ নেই

২০১৯ আগস্ট ২৬ ১০:২১:৪১
বলিউডে তাদের আগ্রহ নেই

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে এগিয়ে বলিউড। অনেক অভিনয়শিল্পীই বলিউড সিনেমায় কাজ করাটা ভাগ্যের ব্যাপার বলে মনে করেন। অতীতে অনেকেই অন্যান্য ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা পাওয়ার পর বলিউডে কাজ করেছেন।

কিন্তু বর্তমানে দেশটির দক্ষিণী সিনেমার কয়েকজন অভিনয়শিল্পী রয়েছেন, যারা প্রস্তাব পেলেও বলিউড সিনেমায় অভিনয় করতে রাজি হননি। তাদের নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

মহেশ বাবু: তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। সুদর্শন চেহারা ও অভিনয় দক্ষতা দিয়ে ভক্তদের মনে জায়গা নিয়েছেন। বলিউডে প্রস্তাব পেলেও ফিরিয়ে দিয়েছেন তিনি।

এক সাক্ষাৎকারে এ অভিনেতা বলেন, ‘আমি বলিউড সিনেমায় কেন অভিনয় করব? আমি তেলেগু সিনেমাতেই খ্যাতি অর্জন করেছি। ভক্তরা আমাকে পছন্দ করেন। অনেক চড়াই-উৎরাই পার করে আমি এখন ক্যারিয়ারের সবচেয়ে ভালো অবস্থানে রয়েছি। হিন্দি সিনেমাতে অভিনয় করে আমি কেন আবার নিজেকে নড়বড়ে অবস্থানে নিয়ে যাব?’

তিনি আরো বলেন, ‘আমি তেলেগু ইন্ডাস্ট্রিতেই অনেক খুশি আছি। অবশ্য বলিউডে অভিনয়ের প্রস্তাব সবসময়ই পেয়ে থাকি। কিন্তু আমি এখানেই সাফল্য পেয়ে খুশি। আর বাহুবলির মতো সিনেমা নির্মাণের পর সবাই বুঝতে পেরেছেন দক্ষিণী সিনেমারও ভালো সম্ভাবনা রয়েছে। বলিউড, টলিউড সীমানা এখন ভেঙে গেছে। আমরা ভারত আনে নেনু সিনেমার হিন্দি ডাবিং করতে যাচ্ছি। আশা করছি, হিন্দি সিনেমার দর্শকও এটি পছন্দ করবেন।’

সামান্থা আক্কিনেনি: তামিল, তেলেগু ভাষার সিনেমায় অভিনয় করেন সামান্থা। বলিউড সিনেমায় অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘কখনোই না। আমি চেন্নাইয়ে বড় হয়েছি। এটা দক্ষিণেরও দক্ষিণ দিকে। আমি শুধু আমার নিজের অঞ্চলের মানুষ ও সংস্কৃতি সম্পর্কে ভালো বুঝি এবং তারাও আমার সিনেমা দেখেন। কোনটি সঠিক, দর্শকরা সিনেমাতে কী চান, সিনেমায় কী দেখতে চান, আমি যে চরিত্রটিতে অভিনয় করছি তারা সেটি থেকে কী প্রত্যাশা করেন— এগুলো এখনো শিখছি। এগুলো বিশ্লেষণ করছি।’

সামান্থা মনে করেন, তিনি এখনো দক্ষিণী সিনেমার দর্শকদের চাহিদা বোঝার চেষ্টা করে যাচ্ছেন। আর বলিউডে তিনি সম্পূর্ণ ভিনগ্রহীর মতো। তিনি বলেন, ‘আমার বলিউড সম্পর্কে কোনো ধারণা নেই। আমি সেখানে গেলে সম্পূর্ণ ভিনগ্রহীর মতো হয়ে যাব। আমি এখনো মনে করি, দক্ষিণী সিনেমায় আমার অনেক কিছু দেয়ার বাকি রয়েছে।’

আনুশকা শেঠি: বাহুবলি সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন আনুশকা শেঠি। তামিল ও তেলেগু ইন্ডাস্ট্রিতেই কাজ করে থাকেন। বলিউডের অনেক সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এ অভিনেত্রী। এর আগে বলিউড সিনেমায় অভিনয় প্রসঙ্গে প্রশ্ন করা হলে এ অভিনেত্রী বলেন, ‘আমি বর্তমানে একাধিক তামিল ও তেলেগু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। বলিউডের জন্য আমার সময় নেই।’

যশ: কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেতা যশ। কেজিএফ: চ্যাপটার ওয়ান সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি পান তিনি। বলিউডে অভিনয় প্রসঙ্গে এ অভিনেতা বলেন, ‘আমি মনে করি, আমার একমাত্র কাজ কাহিনি তুলে ধরা এবং এটা যেকোনো ভাষাতে ও প্রেক্ষাপটেই হতে পারে। আমার মনে হয় না বলিউডই এর একমাত্র মাধ্যম।’

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ২৬ ,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর