thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

বার্সার গোল হজমে মেসির ছেলের উদযাপন!

২০১৯ আগস্ট ২৭ ১৭:০৯:১৩
বার্সার গোল হজমে মেসির ছেলের উদযাপন!

দ্য রিপোর্ট ডেস্ক: চোটের কারণে বার্সেলোনার হয়ে চলতি মৌসুমে এখনো মাঠে নামা হয়নি লিওনেল মেসির। লিগের দ্বিতীয় ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষেও দর্শক সারিতে উপস্থিত ছিলেন মেসি। সেখানে বার্সা গোল হজমের পর মেসির ছেলের উদযাপনের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মেসির সঙ্গে চোটে থাকায় ন্যু ক্যাম্পের গ্যালারিতে সন্তানদের নিয়ে উপস্থিত ছিলেন লুইস সুয়ারেজ। বাবা বার্সেলোনার সুপারস্টার হলেও মেসির ছেলে রিয়াল বেতিসের সমর্থক! এমনটাই দেখেছে ন্যু ক্যাম্পের দর্শকরা।

মাঠে নামতে না পারায় দুই ছেলেকে নিয়ে ন্যু ক্যাম্পের গ্যালারিতে খেলা দেখতে বসেছিলেন মেসি। ম্যাচের ১৫ মিনিটে নাবিল ফেকিরের গোলে এগিয়ে যায় বেতিস। তা দেখে স্বাভাবিকভাবে হতাশা প্রকাশ করেন মেসি-সুয়ারেজ। কিন্তু দু’হাত ছড়িয়ে ‘গোল’ বলে চিৎকার দিয়ে ওঠেন মেসির তিন বছর বয়সী পুত্র মাতেও। তা দেখে আশ্চর্য হন সুয়ারেজ। হাস্যোজ্জ্বল মুখে মাতেওকে একটু ‘তিরস্কার’ও করেন তিনি। পরে অবশ্য হাসিতে ফেটে পড়েন উরুগুইয়ান ফরোয়ার্ড। মাথায় হাত দিয়ে ছেলের ভুল উদযাপনে হাসতে থাকেন মেসিও। উদযাপন ভুল বুঝতে পেরে আঙুল কামড়ে সবার সঙ্গে হাসিতে যোগ দেন মাতেও।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ২৭ ,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর