thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

টাইগারের ভক্ত হয়ে গেছি: হৃতিক

২০১৯ আগস্ট ২৮ ১৭:১৯:৫৩
টাইগারের ভক্ত হয়ে গেছি: হৃতিক

দ্য রিপোর্ট ডেস্ক: হৃতিক রোশান অভিনীত পরবর্তী সিনেমা ওয়ার। এতে তার সঙ্গে আছেন টাইগার শ্রফ। ইতোমধ্যে সিনেমাটির ট্রেইলার দর্শক মহলে বেশ ভালো সাড়া ফেলেছ।

এদিকে টাইগার অনেক আগে থেকে জানিয়ে আসছেন তিনি হৃতিকের অনেক বড় ভক্ত।কাবিল অভিনেতাকে অনুপ্রেরণা মনে করেন তিনি। এবার এক সাক্ষাৎকারে হৃতিক জানালেন, টাইগার শ্রফের ভক্ত হয়ে গেছেন তিনি।

হৃতিক রোশান বলেন, ‘আমি মনে করি ভক্ত হওয়ার বিষয়টি দুজনের ক্ষেত্রেই সমান। সে কতটা পরিশ্রমী তা দেখার পর আমিই এখন তার ভক্ত হয়ে গেছি। তার বেশ কয়েকটি বিষয় আমার পছন্দ। কাজের ক্ষেত্রে সে যে পরিশ্রম করে তা একজন সৈনিকের সমান। সে যা করে তা করার জন্য অনেক সাহসীকতার প্রয়োজন। আমি গর্বিত কোনো এক সময় সে আমার কাছ থেকে অনুপ্রেরণা নিয়েছে। এখন সে আমাকে অনুপ্রাণিত করছে।’

ওয়ার সিনেমাটি নিয়ে এ অভিনেতা বলেন, ‘আমি এই ধরনের সিনেমাই করতে চাই। এর আগে এই ঘরানার ধুম-টু ও ব্যাং ব্যাং সিনেমা দুটি করেছি। সম্ভব হলে শুধু এই জাতীয় সিনেমাই করতাম। কঠিন তবে খুব উপভোগ করি।’

হৃতিক-টাইগার ছাড়াও ওয়ার সিনেমাটিতে অভিনয় করছেন— বাণী কাপুর, অশুতোষ রানা, অনুপ্রিয়া গোয়েনকা, দীপান্বিতা শর্মা প্রমুখ। এটির মাধ্যমে প্রায় এক যুগ পর যশরাজ ফিল্মসের সিনেমায় দেখা যাবে হৃতিক রোশানকে। এর আগে এ প্রযোজনা প্রতিষ্ঠানটির ধুম-টু সিনেমায় অভিনয় করেন তিনি। আগামী ২ অক্টোবর ওয়ার সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ২৮ ,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর