thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

সোহান-বিজয় বিসিবি একাদশে

২০১৯ আগস্ট ২৯ ১০:১১:৫৮
সোহান-বিজয় বিসিবি একাদশে

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের একমাত্র টেস্টটি হবে চট্টগ্রামে। ৫ সেপ্টেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট ম্যাচ। মূল মঞ্চে মাঠে নামার আগে সফরকারীরা বিসিবি একাদশের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে।

প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে মাঠে নামবেন কাজী নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয় ও নাঈম ইসলাম। বুধবার বিসিবির ক্রিকেট অপারেশন্স সূত্রে এমনটাই জানা গেছে। শুধু তাদের নয় পুরোনো ও তরুণ কয়েকজন ক্রিকেটারকে ফিরিয়ে আনছে বিসিবি। এদের মধ্যে রয়েছেন আল-আমিন জুনিয়র, ফারদীন হাসান।

অনেকটা নীরবেই বিসিবি একাদশের প্রস্তুতি হচ্ছে বিসিবির একাডেমি মাঠে। ঢাকায় এ অনুশীলন পরিচালনা করছেন কোচ ওয়াহিদুল গনি। চট্টগ্রামে দায়িত্বে থাকবেন নুরুল আবেদীন নোবেল।

এম এ আজিজ স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি হবে ১ ও ২ সেপ্টেম্বর।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ২৯ ,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর