thereport24.com
ঢাকা, বুধবার, ১২ ফেব্রুয়ারি 25, ৩০ মাঘ ১৪৩১,  ১৩ শাবান 1446

পদ্মা সেতু নিয়ে সুখবর জানালেন ওবায়দুল কাদের

২০১৯ আগস্ট ২৯ ১২:৫৭:২৮
পদ্মা সেতু নিয়ে সুখবর জানালেন ওবায়দুল কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক: ২০২১ সালের জুনের মধ্যে যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এ সেতুর আনুষ্ঠানিক উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সচিবালয়ে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নে সরকারের ঋণ পরিশোধের জন্য অর্থ বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে ঋণচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ কথা জানান।

কাদের বলেন, বর্তমানে সেতুর নির্মাণ কাজের অগ্রগতি ৭৩ শতাংশ। আর্থিক অগ্রগতি ৭২ শতাংশ। মূল সেতুর ৪২ পিয়ারের মধ্যে ৩১ টি পিয়ারের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। বাকী ১১ পিয়ারের কাজ চলমান রয়েছে এবং আসছে ডিসেম্বরের মধ্যে সবগুলো পিয়ার স্থাপনের কাজ শেষ হবে বলে জানান মন্ত্রী। মাওয়া সাইটে ১৪টি স্প্যান বসেছে। সব মিলিয়ে ২০২০ সালের ডিসেম্বরের মধ্যেই মূল সেতুর কাঠামো সম্পন্ন হবে। তার পরের ছয়মাসে যানবাহন চলাচলের প্রক্রিয়া শেষ করে খুলে দেয়া হবে বলে জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, মূল সেতুর কাজের চুক্তিমূল্য ১২ হাজার ১৩৩ কোটি ৩৯ লাখ টাকা। এ পর্যন্ত ব্যয় হয়েছে ৮ হাজার ৭৩২ কোটি ৩৮ লাখ টাকা। মূল সেতুর ব্যয় ততটা বাড়বে না। পদ্মা সেতুর ব্যয় বাড়ছে বলে যা বলা হচ্ছে তা মূলত জমির বেশি দাম ও ট্যাক্স পরিরেশাধের কারণে। ২০১০ সালের এস্টিমেট অনুয়ায়ী এ ব্যয় ধরা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ২৯ ,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর