thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

শাকিব খান অসুস্থ

২০১৯ আগস্ট ২৯ ১৬:৪৩:৪৮
শাকিব খান অসুস্থ

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। গত এক সপ্তাহ ধরে অসুস্থ তিনি। জ্বরে আক্রান্ত হয়েছেন। তবে ডেঙ্গু জ্বর নয় বলে চিকিৎসকরা নিশ্চিত হয়েছেন।

শাকিব খান বলেন, ‘জ্বর-সর্দি হয়েছে। এখনো সেরে উঠিনি, বাড়িতেই বিশ্রাম নিচ্ছি। তবে ডেঙ্গু হয়নি আমার। এটা মৌসুমী জ্বর। আপাতত শুটিং করতে পারছি না। সুস্থ হয়েই শুটিংয়ে ফিরব। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি।’

শাকিব খান ‘আগুন’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। হঠাৎ জ্বর হওয়ায় গত এক সপ্তাহ ধরে সিনেমাটির শুটিং বন্ধ রেখেছেন। বদিউল আলম খোকন পরিচালিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন নবাগত জাহরা মিতু।

‘আগুন’ সিনেমায় শাকিব খান-জাহারা মিতু ছাড়াও অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, সুব্রতসহ অনেকে।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ২৯ ,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর