thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

রাইট শেয়ার ইস্যু করবে ন্যাশনাল পলিমার

২০১৯ আগস্ট ২৯ ২২:২৩:২৪
রাইট শেয়ার ইস্যু করবে ন্যাশনাল পলিমার

দ্য রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল পলিমার অনুমোদিত মূলধন বাড়ানো ও রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা থেকে ৩০০ কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবং ১:১ অনুপাতে (১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি) রাইট শেয়ার ইস্যু করবে। রাইট শেয়ারের ইস্যু মূল্য ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা ধরা হয়েছে।

আগামী ১৫ অক্টোবর বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডাররা সম্মতি দেয়ার পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনের পর রেকর্ড তারিখ জানানো হবে।

আর রাইট শেয়ার ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ২৯,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর