thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

টেস্ট দলে মোস্তাফিজ নেই যে কারণে

২০১৯ আগস্ট ৩১ ১১:১৫:০৩
টেস্ট দলে মোস্তাফিজ নেই যে কারণে

দ্য রিপোর্ট প্রতিবেদক : আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন পর দলে ফিরেছেন দেশসেরা স্পিডস্টার তাসকিন আহমেদ। তবে বাদ পড়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে গড়াবে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট। এ নিয়ে প্রথমবারের মতো দীর্ঘ পরিসরের ক্রিকেটে আফগানদের মোকাবেলা করবে টাইগাররা। লম্বা বিরতি পর টেস্ট খেলতে যাচ্ছেন সাকিবরা। তা সত্ত্বেও কেন স্কোয়াডে নেই মোস্তাফিজ, এটিই এখন ক্রিকেটপ্রেমীদের একমাত্র প্রশ্ন।

তাদের কৌতুহলও মিটিয়েছে বিসিবি। সেটির কারণও ব্যাখ্যা করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি জানান, মোস্তাফিজকে উপেক্ষা করা হয়নি। আসলে সে দলে থাকার মতো অবস্থায় নেই।

মিনহাজুল আবেদীন বলেন,মোস্তাফিজের সমস্যা চোট। কন্ডিশনিং ক্যাম্পে পিঠে ব্যথা পেয়েছে সে। আফগানদের বিপক্ষে মাত্র একটি টেস্ট খেলব আমরা। এরপর টি-টোয়েন্টি সিরিজ এবং পরে ভারত সফর আছে। তাই তাকে নিয়ে আমরা কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না।

টেস্ট শেষে আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। ১৩ সেপ্টেম্বর শুরু হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ফাইনাল হবে ২৪ সেপ্টেম্বর, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড : সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক),সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ৩১ ,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর