thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

কারাগারে গিয়ে মিন্নিকে সতর্ক করে এলেন আইনজীবী

২০১৯ আগস্ট ৩১ ১৮:০২:০৯
কারাগারে গিয়ে মিন্নিকে সতর্ক করে এলেন আইনজীবী

বরগুনা প্রতিনিধি: জেলার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার আয়েশা সিদ্দিকা মিন্নির সাথে জেল গেটে দেখা করেছেন আইনজীবী মাহবু্বুল বারি আসলাম।

শনিবার দুপুরে বরগুনা জেলা কারাগারে দেখা করে হাইকোর্টের দেয়া জামিনের বিষয়টি অবহিত করেন এবং জামিনের শর্তগুলো জানান।

জেলগেটে দেখা করার পর দুপুর ১টার দিকে মাহবুবুল বারি আসলাম বলেন, ‘গত বৃহষ্পতিবার মিন্নির জামিন আবেদন মঞ্জুর করেছেন মহামান্য আদালত। এ বিষয়টি অবগত করা ও জামিনের শর্ত সম্পর্কে তাকে জানানোর জন্যই আমি জেলগেটে মিন্নির সাথে দেখা করেছি। হাইকোর্টের নির্দেশনামতে জামিনের পরে গণমাধ্যমে যাতে সে কোনো বক্তব্য না দেয় এ ব্যাপারটি জানিয়েছি।’

মিন্নি কবে কারাগার থেকে মুক্ত হতে পারবেন জানতে চাইলে আসলাম বলেন, দু’দিন সরকারি ছুটির পর রোববার আদেশে স্বাক্ষর শেষে কপি হাতে পাবার পর আমরা আদালতের নির্দেশ সংবলিত কোর্টে একটি বিবিধ মামলা (মিসকেস) দায়ের করবো। এসব প্রক্রিয়া শেষে মঙ্গলবার নাগাদ জেল থেকে মুক্ত হতে পারবেন তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ৩১ ,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর