thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল 25, ৫ বৈশাখ ১৪৩২,  ১৯ শাওয়াল 1446

বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধন

২০১৯ সেপ্টেম্বর ০১ ১০:৩৯:৩১
বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধন

বরিশাল প্রতিনিধি: জেলার চরফ্যাশন উপজেলার দুলারহাটে মৎস্য খামারে বিষ প্রয়োগ ১০ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।

শনিবার সকালে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে মৎস্য খামারের এই অবস্থা দেখতে পান।

ধারণা করা হচ্ছে শুক্রবার রাতে কোন এক সময় দুর্বৃত্তরা মৎস্য খামারে বিষ ঢেলে দিয়ে এই ঘটনা ঘটায়।

খামার মালিক মো. রফিকুল ইসলাম জানান, উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের ৭নং ওয়ার্ডে তার নিজ বাড়ির মৎস্য খামারে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। বিষের প্রতিক্রিয়ায় খামারের বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে। এতে প্রায় কয়েক হাজার পিছ মাছ নিধন হয় এবং ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।

খবর পেয়ে শনিবার বিকাল ৩টার দিকে চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন ঘটনাস্থলে গিয়ে মাছের খামার পরিদর্শন করেন।

দুলারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.মিজানুর রহমান পাটওয়ারী এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মৎস্য খামারে গিয়ে পরিদর্শন করেছি। মৎস্য খামার মালিক এ ঘটনায় এখনো কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ১ ,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর