thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ১ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

এরশাদের আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা

২০১৯ সেপ্টেম্বর ০১ ১৩:০৩:৪৫
এরশাদের আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা

দ্য রিপোর্ট প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান এ তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী আগামী ৫ অক্টোবর রংপুর-৩ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ওই আসনের সব কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।

তফসিল ঘোষণায় নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান বলেন, শূন্য আসনটিতে ৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

মনোনয়নপত্র দাখিল করা যাবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১১ সেপ্টেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গত ১৪ জুলাই চিকিৎসাধীন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। ১৬ জুলাই সংসদ সচিবালয় আসনটি শূন্য হওয়ার গেজেট প্রকাশ করে।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ০১ ,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর