thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

আসামের মন্ত্রীর কথা সঠিক নয়: আ. লীগ

২০১৯ সেপ্টেম্বর ০২ ২১:০৩:২৪
আসামের মন্ত্রীর কথা সঠিক নয়: আ. লীগ

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বক্তব্য রাখছেন সভাপতিমন্ডলীর সদস্য আবদুল মতিন খসরু।
ভারতের আসামে নাগরিক তালিকা থেকে বাদ পড়াদের ‘বাংলাদেশের লোক’ বলে অভিহিত করে তাদের ফেরত পাঠানোর বিষয়ে রাজ্যের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা’র দেয়া বক্তব্য সঠিক নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আবদুল মতিন খসরু।

সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে একটি প্রতিনিধি দলের চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

আবদুল মতিন খসরু বলেন, আসামের অর্থমন্ত্রী কেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বললেও কথাটি ঠিক নয়। তবে এটা এখনও তাদের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা পর্যবেক্ষণ করছি। এই সম্পর্কে এখনি কোনো মন্তব্য করতে চাচ্ছি না।

মঙ্গলবার তার নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সেখানে যাচ্ছেন জানিয়ে আবদুল মতিন বলেন, সফরে রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের দেশে সম্মান ও নিরাপত্তাসহ ফেরাতে চীনকে পাশে চাইবে বাংলাদেশ।

(দ্য রিপোর্ট/একেএমএম/সেপ্টেম্বর ০২,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর