thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রাবির ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু মঙ্গলবার

২০১৯ সেপ্টেম্বর ০২ ২১:০৯:৪০
রাবির ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু মঙ্গলবার

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির প্রাথমিক আবেদন শুরু হচ্ছে মঙ্গলবার।

অনলাইনে মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত ৫৫ টাকা ফি দিয়ে আবেদন করা যাবে। শুধুমাত্র ২০১৯ সালে উচ্চমাধ্যমিক পাস করা শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার জানান, আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর রাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক আবেদনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে উচ্চমাধ্যমিকের ফলের ভিত্তিতে 'এ', 'বি' ও 'সি' তিনটি ইউনিটে ৩২ হাজার করে মোট ৯৬ হাজার শিক্ষার্থী চূড়ান্ত আবেদনের সুযোগ পাবেন। এক হাজার ৩২০ টাকা (১০ শতাংশ সার্ভিস চার্জসহ) ফি দিয়ে ১৭ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত আবেদন করা যাবে।

ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.ru.ac.bd) জানা যাবে।

এ বছর আবেদনের নূ্যনতম যোগ্যতা মানবিক থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৩সহ ন্যূনতম ৭, বাণিজ্যে জিপিএ ৩.৫সহ ন্যূনতম ৭.৫০ ও বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৩.৫সহ ৮ পয়েন্ট।

(দ্য রিপোর্ট/একেএমএম/সেপ্টেম্বর ০২,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর