thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

পাঠাও চালক হত্যা মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

২০১৯ সেপ্টেম্বর ০২ ২১:৩৮:১৩
পাঠাও চালক হত্যা মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মালিবাগ এলাকার ফ্লাইওভারে অ্যাপস ভিত্তিক মোটর সাইকেল পাঠাও চালক হত্যায় একমাত্র অভিযুক্ত নুরুদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)

রোববার রাত তিনটার দিকে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে এই হত্যাকাণ্ডে অভিযুক্ত নুর উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার দুপুর সাড়ে ১২টায় মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন।

পুলিশ জানিয়েছে: যাত্রী বেশে আসা পেশাদার ছিনতাইকারী নুরুদ্দিন একাই পাঠাও মোটর সাইকেল চালককে হত্যা করে। প্রাথমিক জিঞ্জাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করলে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়ার জন্যে তাকে আদালতে পাঠানো হয়।

মতিঝিল এলাকার একটি ছিনতাই মামলায় কারাগার থেকে জামিনে মুক্তির পর মোটর সাইকেল ছিনতাই করতে ওই পাঠাও চালককে টার্গেট করে পেশাদার ছিনতাইকারী নুরুদ্দীন।

২৬ আগস্ট দিবাগত রাতে পাঠাও চালক মিলনকে হত্যা করে নুরুদ্দীন।

(দ্য রিপোর্ট/একেএমএম/সেপ্টেম্বর ০২,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর