thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

পাল্টে গেল বাংলাদেশের টেস্ট জার্সি

২০১৯ সেপ্টেম্বর ০৩ ১৯:৪৪:২৪
পাল্টে গেল বাংলাদেশের টেস্ট জার্সি

দ্য রিপোর্ট প্রতিবেদক: টেস্ট ক্রিকেটকে জনপ্রিয় করতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ২০০১ সালে সর্বপ্রথম টেস্ট ক্যাপ নম্বর প্রচলন করে ইংল্যান্ড। সেই ধারা এখনও অব্যাহত আছে। এবারের অ্যাশজে থেকে জার্সিতে নাম ও নম্বর যুক্ত হয়ে টেস্ট পেয়েছে আরও নতুনত্বের ছোঁয়া।

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার এজবাস্টনের ম্যাচ দিয়ে বদলে যাওয়া টেস্ট জার্সি একে একে সব দলের খেলোয়াড়ই গায়ে জড়াচ্ছেন। তারই ধারাবাহিকতায় এবার পাল্টে গেল বাংলাদেশে টেস্ট জার্সি। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্টের আগে উন্মোচন করা হলো সাকিব আল হাসানদের নতুন ‍জার্সি। বুকের বাঁ পাশে বিসিবির লোগো, ডানপাশে স্পন্সরের লোগো আগেই ছিল। এবার জার্সির পেছনে যোগ হয়েছে নাম ও নম্বর।

সীমিত ওভার ক্রিকেটে খেলোয়াড়ের নাম ও নম্বর থাকলেও টেস্টে সেটা ছিল না। অ্যাশেজ থেকে আগের জার্সি পাল্টিয়ে নাম ও নম্বর যুক্ত জার্সি প্রচলন করেছে আইসিসি। এই নিয়ম চালু হওয়ার পর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবার টেস্ট ক্রিকেটে নামতে যাচ্ছে বাংলাদেশ।

মঙ্গলবার প্রথমবার নতুন জার্সিতে সামনে পাওয়া গেল বাংলাদেশের খেলোয়াড়দের। এ ব্যাপারে দলের ম্যানেজার সাব্বির খান বলেছেন, ‘নতুন জার্সি পেয়ে খেলোয়াড়রা সবাই উচ্ছ্বসিত। সীমিত ওভার ক্রিকেটে যারা যে নম্বর নিয়ে খেলেন, প্রত্যেকে এখানেও ওই নম্বর নিয়ে মাঠে নামবেন।’

তরুণ পেসার তাসকিন আহমেদ নতুন এই জার্সিতে দারুণ রোমাঞ্চিত, ‘রঙিন পোশাকের মতো সাদা পোশাকে নম্বর ও নাম থাকার বিষয়টি দারুণ হয়েছে। এতে করে টেস্ট ক্রিকেটের চাকচিক্য আরও বাড়বে। আমি সত্যিই দারুণ রোমাঞ্চিত।’

নতুন জার্সিতে মাঠে নামতে মুখিয়ে আছেন মুমিনুল হক। জার্সি পাল্টালেও খেলাটা যেন আগের মতোই থাকে, সেটা নিয়ে রসিকতাও করলেন তিনি এই বলে, ‘জার্সি পরিবর্তন হলে কী হবে, খেলাটা তো ঠিকমতো খেলতে হবে (হাসি)!’

মঙ্গলবার অনুশীলনে নামার আগে নতুন জার্সিতে অফিসিয়াল ফটোসেশনে অংশ নেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ড্রেসিংরুমের সামনেই চলে ফটোসেশন। সাকিবের ফটোসেশনের সময় অনুশীলন শেষ করে বেরিয়ে যাচ্ছিলেন আফগান অধিনায়ক রশিদ খান। সাকিবকে দেখে এগিয়ে এলেন তিনি। আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের দুই সতীর্থ খানিক সময়ের জন্য মেতে উঠলেন আড্ডায়।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ০৩ ,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর