thereport24.com
ঢাকা, বুধবার, ১২ ফেব্রুয়ারি 25, ৩০ মাঘ ১৪৩১,  ১৩ শাবান 1446

রোহিঙ্গা প্রত্যাবাসনে শ্রীলঙ্কার সমর্থন চায় বাংলাদেশ

২০১৯ সেপ্টেম্বর ০৬ ১৮:৩৯:৫০
রোহিঙ্গা প্রত্যাবাসনে শ্রীলঙ্কার সমর্থন চায় বাংলাদেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: মিয়ানমার থেকে জোর করে বাস্তুচ্যুত ১১ লাখ রোহিঙ্গাকে প্রত্যাবাসনে শ্রীলঙ্কার সমর্থন চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে, দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে সম্মত হয়েছে দুই দেশ।

সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী তিলক মারাপানার মধ্যে এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী তিলক মারাপানা। গত ৪ থকে ৫ সেপ্টেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঢাকা সফরকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে লঙ্কান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পার্শ্ববৈঠক করেন ড. মোমেন।

বৈঠকে রোহিঙ্গা সঙ্কট তুলে ধরেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, রোহিঙ্গা সঙ্কটের সমাধান না হলে এ অঞ্চলের নিরাপত্তা ব্যাহত হবে। এ সঙ্কট সমাধানে শ্রীলঙ্কার সমর্থন চান ড. মোমেন।

বৈঠকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্য বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। ড. এ কে মোমেন বাংলাদেশ থেকে ওষুধ নেওয়ার জন্য শ্রীলঙ্কাকে অনুরোধ জানান।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ০৬,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর