thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

সাকিবের বিশ্বাস জয় পাওয়া সম্ভব

২০১৯ সেপ্টেম্বর ০৬ ১৯:৪৪:৩৩
সাকিবের বিশ্বাস জয় পাওয়া সম্ভব

চট্টগ্রাম প্রতিনিধি: দ্বিতীয় দিন শেষে ১৯ বছর টেস্ট খেলা বাংলাদেশ ১৪৮ রানে পিছিয়ে। হাতে রয়েছে দুই উইকেট। আর নিজেদের টেস্ট ইতিহাসে মাত্র তৃতীয় টেস্ট খেলতে নামা আফগানিস্তান চট্টগ্রামে টানা দুই দিন ব্যাটে-বলে ছড়ি ঘোরাচ্ছে। তবে ঘরের মাঠে আফগানদের এমন দাপট দেখে অনেকেই যেখানে হতাশ এবং বিস্মিত, সেখানে এখনও জয়ের সম্ভাবনা দেখছেন সাকিব আল হাসান।

দ্বিতীয় দিন শেষে আজ সংবাদ সম্মেলনে সাকিব বলেন ‘ম্যাচ জেতা অবশ্যই সম্ভব। ক্রিকেটে তো অনেক এমন হয়েছে যে প্রথম ইনিংসে পেছনে থাকার পরেও ম্যাচ জিতেছে। এমন শত শত উদাহরণ আছে ঘুরে দাঁড়ানোর। তো আমরাও আশা করবো যেন এমন কিছুই হয়। তার জন্য অবশ্যই আমাদের যে দুই উইকেট আছে, এরা যদি ভালো ব্যাটিং করে আরেকটু এগিয়ে নিতে পারে এবং আমরা পরে ভালো বোলিং করতে পারি। তারপরও রান তাড়া করতে অবশ্যই কঠিন হবে, মোটেও সহজ হবে না এ উইকেটে ওদের স্পিনারদের বিপক্ষে। তবে আমাদের ভেতর বিশ্বাস আছে যে (জয় পাওয়া) সম্ভব।’

ম্যাচের প্রথম দিন দেখা গিয়েছে খুব সাবলীলভাবেই বাংলাদেশের স্পিনারদের খেলেছেন আফগান ব্যাটসম্যানরা। এমনকি দ্বিতীয় দিন শেষ বিকেলেও প্রায় ১৬ ওভারের জুটি গড়েছেন মোসাদ্দেক-তাইজুল। যা প্রমাণ করে উইকেট খুব একটা কঠিন ছিল না। তবু কেনো স্বীকৃত ব্যাটসম্যানদের ভরাডুবি?

এর উত্তর দিয়েছেন অধিনায়ক। স্বীকার করে নিয়েছেন, উইকেট তেমন কঠিন ছিল না। নিজেদের ব্যাটিং ব্যর্থতার ব্যাখ্যায় সাকিব বলেন, ‘হয়তো আমরা ভালোভাবে এপ্লাই করতে পারিনি নিজেদের। বলবো না যে উইকেট আনপ্লেয়েবল ছিলো। কারণ শেষদিকে মোসাদ্দেক ও তাইজুল দেখিয়েছে যে এখানেও ভালো ব্যাটিং করা সম্ভব, লম্বা সময় থাকা সম্ভব। তাই আমরা আরেকটু ভালো ব্যাটিং করলে হয়তো রানটা আরেকটু বড় হতো।’

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ০৬,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর