thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

রবিবার জাপার সংসদীয় দলের সভা ডেকেছেন রওশন

২০১৯ সেপ্টেম্বর ০৭ ১৯:২১:৩৩
রবিবার জাপার সংসদীয় দলের সভা ডেকেছেন রওশন

দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতীয় পার্টির (জাপা) সংসদীয় দলের সভা রবিবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দুপুর ১টায় সংসদ ভবনের বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় বিরোধীদলীয় নেতা নির্বাচন করা হবে বলেও জানানো হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) রওশন এরশাদ এক নোটিশের মাধ্যমে এই সভা ডেকেছেন।

নোটিশে রওশন এরশাদকে জাপার চেয়ারম্যান উল্লেখ করা হয়েছে।

রওশন এরশাদ স্বাক্ষরিত এ নোটিশে দলের সব সংসদ সদস্যকে সভায় উপস্থিত হওয়ার অনুরোধ করা হয়েছে। অন্যসব সদস্যের মতো জাতীয় পার্টির ‘চেয়ারম্যান’ গোলাম মোহাম্মদ কাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

বৈঠকে দুটি এজেন্ডার কথা বলা হয়েছে। এগুলো হলো—বিগত সভার সিদ্ধান্ত পাঠ, দৃঢ়ীকরণ ও জাপার সংসদীয় দলের নেতা নির্বাচন।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ০৭,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর