thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

গাজীপুরে রেস্তোরাঁয় বিস্ফোরণ, দগ্ধ ২০

২০১৯ সেপ্টেম্বর ০৮ ১০:৫৩:৩৫
গাজীপুরে রেস্তোরাঁয় বিস্ফোরণ, দগ্ধ ২০

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় রাঁধুনি হোটেল নামের একটি রেস্তোরাঁয় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে পাশের আরেকটি রেস্তোরাঁর একাংশ ধসে যায়। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত ও দগ্ধ হয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাতে পৌনে ২টার দিকে রাঁধুনি হোটেলের রান্নাঘরে বিস্ফোরণ হয়। বিকট শব্দে পাশের তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের একাংশ ধসে যায়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়।

গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, দগ্ধ ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ০৮,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর