thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

সাবধানী শুরু বাংলাদেশের

২০১৯ সেপ্টেম্বর ০৮ ১৩:৩৪:০৭
সাবধানী শুরু বাংলাদেশের

চট্টগ্রাম প্রতিনিধি: বড় লক্ষ্যে খেলতে নেমে সাবধানী শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম এবং লিটন দাস। দুজনই উইকেটে ধৈর্যের পরিচয় দিয়েছেন। কোনো উইকেট না হারিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে বাংলাদেশ দল।

মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে ৯ ওভার খেলে কোন উইকেট না হারিয়ে ৩০ রান করেছে বাংলাদেশ।

এর আগে চট্টগ্রাম টেস্টে জয়ের জন্য বাংলাদেশকে ৩৯৮ রানের পাহাড় সমান লক্ষ্য দিয়েছে আফগানিস্তান। নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৬০ রান করে অল আউট হয়েছে আফগানরা। নিজেদের প্রথম ইনিংসে ৩৪২ রান করে অল আউট হয়েছিল আফগানরা। জবাবে খেলতে নেমে ২০৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ফলে প্রথম ইনিংসে ১৩৭ রানের লিড পায় রশিদ খানের দল।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ০৮,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর