thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

এশিয়া কাপ আর্চারিতে রোমান সানার স্বর্ণ জয়

২০১৯ সেপ্টেম্বর ১৩ ১৫:৩০:২৪
এশিয়া কাপ আর্চারিতে রোমান সানার স্বর্ণ জয়

দ্য রিপোর্ট ডেস্ক: এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ-৩) পুরুষ এককে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের আর্চার রোমান সানা।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ফিলিপাইনের ক্লার্ক সিটিতে অনুষ্ঠিত প্রতিযোগিতাটির ফাইনালে চীনের শি ঝেনকিকে হারিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন রোমান।

প্রথম সেটে ২৮-২৮ ড্র করা রোমান দ্বিতীয় সেটে ২৯-২৬ ব্যবধানে হেরে পিছিয়ে পড়েন। তবে আত্মিবশ্বাস হারাননি। তৃতীয় সেটে ২৭-২৫ ব্যবধানে জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ান। চতুর্থ সেটে ২৮-২৫ ব্যবধানে জিতে এগিয়ে শেষ সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২৮-২৭ পয়েন্টে জিতে স্বর্ণ নিশ্চিত করেন রোমান।

চলতি বছর জুনে নেদারল্যান্ডসে হুন্দাই বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ছেলেদের ব্যক্তিগত রিকার্ভে ব্রোঞ্জ জয় করে হইচই ফেলে দিয়েছিলেন রোমান। একই সঙ্গে ২০২০ অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেন। তিন মাস পেরোতেই আর্চারিতে দেশকে আরও একটি সাফল্য এনে দিলেন তারকা এই তিরন্দাজ।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ১৩,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর