thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

আজ আবার সাকিব বাহিনীর আফগান পরীক্ষা

২০১৯ সেপ্টেম্বর ১৫ ১০:০২:১৫
আজ আবার সাকিব বাহিনীর আফগান পরীক্ষা

দ্য রিপোর্ট প্রতিবেদক: ‘ওভাই’ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে। যাদের কাছে কদিন আগেই টেস্টে হেরেছে সাকিব আল হাসানের দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।সরাসরি দেখাবে গাজী টিভি।

বিশ্বকাপে ব্যর্থতা, এরপর শ্রীলঙ্কায় গিয়ে হোয়াইটওয়াশ, সবশেষ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে হার- সব মিলিয়ে ব্যর্থতার বৃত্তে বন্দি হয়ে গিয়েছিল বাংলাদেশ। সেই বৃত্ত ভাঙতে একটি জয় দরকার ছিল প্রবলভাবে। সেই জয় এসেছে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে। জিম্বাবুয়েকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ।

তবে একটা সময় জিম্বাবুয়ের বিপক্ষেও চোখ রাঙাচ্ছিল আরেকটি হার। বৃষ্টিতে ১৮ ওভারে নেমে আসা ম্যাচে ১৪৫ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশ ৬০ রানে হারিয়েছিল ৬ উইকেট। সেখান থেকে দলকে দারুণ এক জয় এনে দেয় আট নম্বরে নেমে আফিফ হোসেনের ঝোড়ো ফিফটি ও মোসাদ্দেক হোসেনের দৃঢ়তাপূর্ণ ব্যাটিং। নবম উইকেটে দুজন গড়ন ৮২ রানের জুটি।

জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে আফগানিস্তানও। তারাও তাদের প্রথম ম্যাচে হারিয়েছে জিম্বাবুয়েকে। আর টি-টোয়েন্টিতে আফগানরা বরবারই ভালো দল। তিন ফরম্যাটের মধ্যে টেস্টেই কিছুটা দুর্বল তারা। অথচ ত্রিদেশীয় সিরিজের আগে চট্টগ্রামে একমাত্র টেস্টে তারাই নাকানিচুবানি খাইয়েছে বাংলাদেশকে।

দুই দলের টি-টোয়েন্টি রেকর্ড ও পরিসংখ্যানে আজ এগিয়ে থাকবে আফগানরাই। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দুই দলের চারবারের দেখায় বাংলাদেশ জিতেছে একটি, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। আর গত বছর আফগানদের হোম ভেন্যু ভারতের দেরাদুনে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।

টানা হারের মধ্যে থাকা বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পর তাদের হারানো আত্মবিশ্বাস কিছুটা হলেও ফিরে পেয়েছে। আজ সেটি কাজে লাগাতে পারলে ধরা দিতে পারে আফগানদের বিপক্ষে জয়ও।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ১৫,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর