thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান

২০১৯ সেপ্টেম্বর ১৫ ১৯:১০:৫৯
শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রথম ওভারের প্রথম বলেই দুর্দান্ত এক ডেলিভারিতে উইকেট নিলেন মোহাম্মদ সাইফউদ্দীন। পরের ওভারে এসে ঝলক দেখালেন সাকিব আল হাসানও। তারপর আবারও সাউফউদ্দীন। ৩ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৯ রান।

মিরপুরে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে আফগানিস্তান। শুরুতেই তারা পড়েছে চাপে। ইনিংসের প্রথম ডেলিভারি, আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ বলটা ডিফেন্সই করেছিলেন। কিন্তু মোহাম্মদ সাইফউদ্দীন এমনই আনপ্লেয়বল এক ডেলিভারি দিলেন, ডিফেন্ড করেও উইকেটটা ধরে রাখতে পারলেন না আফগান ওপেনার।

সাইফউদ্দীনের আউটসুইং ডেলিভারিটি উইকেটে লেগে স্ট্যাম্প কয়েক চক্কর ঘুরতে ঘুরতে বাতাসে ভাসতে থাকে। আসলেই চোখ ধাঁধিয়ে দেয়ার মতো এক ডেলিভারি, বিস্ময়ে তাকিয়ে রইলেন সবাই।

শুরুতে উইকেট হারিয়েও অবশ্য থেমে থাকেনি আফগানিস্তান। দ্বিতীয় ওভার চলছিল তখন। সাকিবের চতুর্থ বলটি তুলে মারতে গিয়েছিলেন আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাই। কিন্তু বল অনেক ওপরে ওঠলেও সীমানা দড়ি পর্যন্ত যায়নি, ১ রানেই লিটন দাসের ক্যাচ হন জাজাই।

তৃতীয় ওভারে এসে আরও এক উইকেট তুলে নেন সাইফউদ্দীন। ১৩ বলে ১১ রান করে নাজিব তারাকাই বাউন্ডারিতে হন সাব্বির রহমানের ক্যাচ।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ১৫,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর