thereport24.com
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১,  ২০ জমাদিউল আউয়াল 1446

রোনালদোর সঙ্গে উড়ছে রিয়াল

২০১৩ নভেম্বর ১০ ১২:০৫:০৭
রোনালদোর সঙ্গে উড়ছে রিয়াল

দিরিপোর্ট২৪ ডেস্ক : সেভিয়ার বিপক্ষে গত সপ্তাহে হ্যাটট্রিক করেছিলেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। উড়তে থাকা পর্তুগিজ উইঙ্গারের পারফর্মের জ্বালানি কমেনি। শনিবার রিয়াল সোসিয়েদারের বিপক্ষেও হ্যাটট্রিক পেয়েছেন। তার টানা দ্বিতীয় হ্যাটট্রিকের কল্যাণে মাদ্রিদ জিতেছে ৫-১ গোলে।

সোসিয়েদাদের বিপক্ষে তিন গোল করায় লিগে রোনালদোর গোল সংখ্যা দাঁড়ালো ১৬। সঙ্গে ক্যারিয়ারের ২৩তম হ্যাটট্রিক পূর্ণ করেছেন ২৮ বছর বয়সী এই ফুটবলার। খেলায় শুধু গোল করেননি তিনি, সতীর্থদের বলের যোগানও দিয়েছেন।

রোনালদোর অপ্ররিরোধ্য পারফর্মে রীতিমতো উড়ছে রিয়াল মাদ্রিদ। এ জয়ে ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে কার্লো আনচেলত্তির দল। দুই পয়েন্ট বেশি নিয়ে মাদ্রিদের আগে অ্যাথলেটিকো মাদ্রিদ। আর তিন পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা।

সান্তিয়াগো বার্নাব্যুতে রোনালদোর ফর্মের আগুনে দগ্ধ হয়েছে রিয়াল। প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধে একটি গোল করতে পেরেছে সফরকারীরা। তবে কোনোভাবেই রোনালদোকে আটকাতে পারেনি সোসিয়েদাদ।

খেলার ৭ মিনিটেই গোল পেয়ে যেতে পারতেন রোনালদো। দুর্ভাগ্য, ২৫ গজ দূর থেকে নেয়া সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ডের শট ফিরে আসে ক্রসবারে লেগে। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাকে। ১২ মিনিটে করিম বেনজেমার পাস থেকে কোনাকুনি শটে জালে বল জড়ান তিনি।

১৮ মিনিটে রোনালদোর বানিয়ে দেওয়া বলে ব্যবধান দ্বিগুণ করেন করিম বেনজেমা। রোনালদোর দিনে গোল না পেলেও একেবারে নিশ্চুপ থাকেননি সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া গেরেথ বেলে। ৩৬ মিনিটে সামি খেদিরাকে বলের যোগান দিয়েছেন।

সফরকারীদের জালে ১২ মিনিটের পর ২৭ মিনিটে দ্বিতীয় ও ৭৬ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো।

(দিরিপোর্ট২৪/সিজি/এমআই/জেএম/নভেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর