thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

৩য় ধাপে পিছিয়ে জাতীয় পার্টির কাউন্সিল ২৮ ডিসেম্বর

২০১৯ সেপ্টেম্বর ১৭ ১০:৩৮:০৫
৩য় ধাপে পিছিয়ে জাতীয় পার্টির কাউন্সিল ২৮ ডিসেম্বর

দ্য রিপোর্ট প্রতিবেদক: পর পর তৃতীয় বারের মতো পিছিয়ে জাতীয় পার্টির কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ ডিসেম্বর। আগামী ২১ ডিসেম্বর ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পার্টির কাউন্সিল হবে বলে কয়েকদিন আগেই জানানো হয়েছিল।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের কে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ০৮ সেপ্টেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ৩০ নভেম্বর পার্টির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। পরবর্তিতে তারিখ পরিবর্তন করে ২১ ডিসেম্বর করা হয়। এখন আবার তৃতীয় বারের মতো কাউন্সিলের তারিখ পরিবর্তন করে ২৮ ডিসেম্বর করা হলো।

ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে আগামী ২০ ও ২১ ডিসেম্বর তাদের জাতীয় সম্মেলনের সিদ্ধান্ত হয়। সেই কারণে জাতীয় পার্টির কাউন্সিল ২৮ ডিসেম্বর পূণঃনির্ধারণ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ১৭,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর