thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৪ রজব 1446

পটুয়াখালীতে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ২ বন্ধু নিহত

২০১৯ সেপ্টেম্বর ১৮ ১০:৪৭:৩৭
পটুয়াখালীতে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ২ বন্ধু নিহত

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুই বন্ধু নিহত হয়েছেন। নিহতরা হলেন- আবু কাশেম (৩০) ও নাইম (৩২)।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বসাকবাজারের অদূরে পখিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু কাশেমের বাড়ি সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় ও নাইম গলাচিপা উপজেলার বাসিন্দা।

সদর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, দিবাগত রাত ৩টার দিকে ওই দুই বন্ধু কুয়াকাটা থেকে পটুয়াখালীর দিকে আসছিলেন।

পথে উপজেলার বসাকবাজারের অদূরে পখিয়া নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু মারা যায়।

নিহতের মরদেহ উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ১৮,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর