thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

আজ জয় পেলে ফাইনালে বাংলাদেশ

২০১৯ সেপ্টেম্বর ১৮ ১১:১১:৪০
আজ জয় পেলে ফাইনালে বাংলাদেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আজকের ম্যাচে জিততে পারলেই ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ফাইনাল নিশ্চিত হবে টাইগারদের। আজ চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬.৩০ মিনিটে।

এখন পর্যন্ত ত্রিদেশীয় সিরিজে দুইটি করে ম্যাচ খেলেছে সকল দল। যখানে দুই জয় নিয়ে ৪ পয়েন্টে সবার উপরে আফগানিস্তান। ফাইনাল খেলা প্রায় নিশ্চিত রশিদ খানদের। এরপর এক জয় নিয়ে ২ পয়েন্টে টেবিলে দ্বিতীয়তে আছে বাংলাদেশ। অন্যদিকে কোন জয় ছাড়া টেবিলের তলানীতে জিম্বাবুয়ে।

আজকের ম্যাচে জিম্বাবুয়েকে হারাতে পারলে বাংলাদেশের পয়েন্ট হবে চার। সেক্ষেত্রে ফাইনাল নিশ্চিত হবে টাইগারদের। সেই সাথে রশিদ খানদেরও নিশ্চিত হবে। অন্যদিকে এক ম্যাচ আগেই বিদায় নিশ্চিত হবে মাসাকাদজাদের। পরবর্তী ম্যাচে আফগানদের বিপক্ষে জয় পেলেও সান্তনার ২ পয়েন্ট নিয়ে থাকতে হবে তাদের।

অন্যদিকে বাংলাদেশ যদি আজ হেরে যায় তবে বাগবে অপেক্ষা। পরের ম্যাচ সাকিবরা যদি রশিদদের হারাতে পারে তবে নিশ্চিত হবে ফাইনাল। আর যদি হেরেও যায় তবে প্রার্থনা করতে হবে আফগানিস্তানের কাছে মাসাকাদজাদের হারের জন্য। তবেই ফাইনালে যাবে টাইগাররা।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ১৮,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর