thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৪ রজব 1446

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে ধাক্কা, নিহত ২

২০১৯ সেপ্টেম্বর ১৯ ১২:৩৫:০২
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে ধাক্কা, নিহত ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি: গজারিয়া উপজেলার আলীপুরা এলাকায় একটি মোটরসাইকের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল চালক জাকির হোসেন (২৫) ও তার বন্ধু মিরাজ হোসেন (১৮)। তাদের দুইজনের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায়।

গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আলমগীর হোসেন খান জানান, তারা দু'জন ঢাকা থেকে চাঁদপুর যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে গিয়ে ধাক্কা লাগে। জাকির ঘটনাস্থলেই মারা যান। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার সময় মিরাজের মৃত্যু হয়।

জাকিরের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ১৯,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর