thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: দুদুর বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা

২০১৯ সেপ্টেম্বর ১৯ ১৬:১৭:৪৬
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: দুদুর বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা ও হত্যার হুমকির অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মামলা করেছেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মাহি।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ আদালতে মামলার বাদী এ আবেদন জমা দেন। আবেদনের ওপর শুনানি শেষে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন আদালত।

আদালত সূত্র বলছে, আদালত আজ মহিউদ্দিন আহমেদের জবানবন্দি রেকর্ড করেছেন। তিনি আদালতকে বলেছেন, গতকাল বেসরকারি টেলিভিশন ডিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে শামসুজ্জামান দুদু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। বিএনপি নেতার ওই বক্তব্য ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মামলার আরজিতে বলা হয়েছে, শামসুজ্জামান দুদুর এই বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ায় জনমনে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিএনপির এই নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদন করেন মামলার বাদী যুবলীগের নেতা মহিউদ্দিন আহমেদ।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ১৯,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর