thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

চট্রগ্রামে আজ মুখোমুখি জিম্বাবুয়ে-আফগানিস্তান

২০১৯ সেপ্টেম্বর ২০ ১২:১৭:০৯
চট্রগ্রামে আজ মুখোমুখি জিম্বাবুয়ে-আফগানিস্তান

চট্টগ্রাম প্রতিনিধি: আজ শুক্রবার ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের মুখোমুখি হবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দু’দলের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

প্রথম দুই ম্যাচ জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট দল। তাই জিম্বাবুয়র বিপক্ষে ম্যাচটি শুধু মাত্র নিয়ম রক্ষার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে।

এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে কোনও জয়ের দেখা না পাওয়ায় আসর থেকে বিদায়, গেলো ম্যাচেই নিশ্চিত হয়েছে জিম্বাবুয়ের। সব কিছু ঠিক থাকলে এটি জিম্বাবুয়ের হয়ে হ্যামিল্টন মাসাকাদজার শেষ আন্তর্জাতিক ম্যাচ। যদিও আসরে এখন পর্যন্ত দাপুটে ক্রিকেট খেলছে আফগানিস্তান। তবে, আসরের শেষ ম্যাচে সামর্থ্যের সবটুকু দিয়ে মাসাকাদজাকে জয় উপহার দিতে চায় জিম্বাবুয়েন ক্রিকেটাররা। এদিকে, প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয় পেলেও, জিম্বাবুয়েকে নিয়ে বেশ সর্তক আফগানরা।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ২০,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর